বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নয় পদে ৩৭ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা: জুনিয়র ইঞ্জিনিয়ার- ০৯টি, এস্টিমেটর- ০১টি, নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর- ০৩টি, টিএমটি-৩ (মেশিন টুলস অপারেটর/টার্নারা)- ০২টি, টিএমজি-৩ (অটোমোবাইল)- ০১টি, শিক্ষানবিস কারিগর (মেশি টুলস অপারেটর/টার্নার)- ১২টি, শিক্ষানবিস কারিগর জেনারেল মেকানিক্স- ০৩টি, শিক্ষানবিস কারিগর (অটোমোবাইল)- ০২টি, সাহায্যকারী- ০৪টি
চাকরিভেদে বেতন: আট হাজার ২৫০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত আবেদনপত্র পূরণ করে সচিব, বিটাক, ১১৬(খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা- ১২০৮ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।