প্রচ্ছদ > >

এ সপ্তাহের রাশিফল

| 11 February, 2017
img

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন। 

 

চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। আপনার কোনো আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কৃষিপণ্য ব্যবসায়ীদের জন্য সময়টি অনুকূল থাকবে। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। খেলাধুলায় সতর্কতার প্রয়োজন আছে। কর্মস্থলে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। ঠাণ্ডা মাথায় কাজে লেগে থাকার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) সাহসী কোনো উদ্যোগের জন্য প্রশংসিত হতে পারেন। গবেষণামূলক কাজে সম্পৃক্ততরা গুরুত্বপূর্ণ তথ্য হাতে পাবেন। ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। প্রেম ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সাময়িক বোঝাপড়ার অভাব দেখা যেতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন; অন্যথায় চুপ থাকুন। নব দম্পতি সন্তানলাভের চেষ্টায় সফল হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। হাতে নগদপ্রবাহ বাড়বে। গুরুত্বপূর্ণ আলোচনায় অন্যকে সহজেই প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক উন্নয়ণে বিশেষ কোনো উদ্যোগ ফলপ্রসু হতে পারে। ভ্রমণ হতে পারে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণে নিজের আরও সক্রিয় হতে হবে। পরিবারের কাউকে নিয়ে চিন্তিত হতে পারেন। 

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) শরীর ও মন মোটামুটি ভালো যাবে। কাজকর্মে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। অধীনস্তদের সঙ্গে মানবিক আচরণ করুন। রুঢ় আচরণের ফলাফল অনুকূল নাও হতে পারে। আর তাই অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ভ্রমণের বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে। কারও কারও ক্ষেত্রে ভ্রমণের সুচি পরিবর্তন হতে পারে। দাম্পত্য শান্তির জন্য অন্যের ভালোলাগাকেও নিজের ভালোলাগার মতো গুরুত্ব দিন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। অবহেলার কারণে কোনো ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। পুরানো কোনো রোগব্যধি সাময়িকভাবে দেখা যেতে পারে। স্বাস্থ্যসচেতনতার প্রয়োজন আছে। পাওনা অর্থ আদায়ে তাগাদা দিন। কারও সঙ্গে বিতর্কে জড়ানো ঠিক হবে না। সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্যের দেখা পাবেন। মনোবল বাড়বে।  

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) সাংগঠনিক কাজকর্মে সাফল্য পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। বিশেষ কোনো স্বপ্ন পূরণের পথে একধাপ এগিয়ে যাবেন। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। বৈদেশিক কোনো বিষয়ে সম্পৃক্ত হতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বাড়তে পারে। প্রেমের সম্পর্ক ভালো যাবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) কর্মক্ষেত্রে সুনাম ও পদমর্যাদা বাড়বে। চাকুরিপ্রার্থীদের জন্য সময়টি বেশ অনুকূল থাকবে। প্রবাসী স্বজন কিংবা বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। বড় ভাই বোনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যয় বাড়বে। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যবিধি মেন চলুন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) কোথাও বেড়াতে যেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। কারও কারও ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হতে পারে। প্রাজ্ঞ কারও কাছ থেকে দিকনির্দেশনা পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশযাত্রা হতে পারে। সাময়িক পেশাগত জটিলতা দেখা যেতে পারে। আয় উপার্জনে বন্ধুবান্ধবের পরামর্শ কিংবা সহযোগিতা লাভ করতে পারেন।  

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) সময় সাময়িকভাবে প্রতিকূল থাকতে পারে। হাতের কাজ শেষ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময়ের প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। প্রবাস সংক্রান্ত কাজে সাফল্য পাবেন। পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। কর্মক্ষেত্রে সুযোগ ও ঝুঁকি দুটোই দেখা যাবে। প্রজ্ঞা অনুসারে কাজে লেগে থাকার চেষ্টা করুন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। পরকীয়া কিংবা ঝুঁকিপূর্ণ সম্পর্ক এড়িয়ে চললেই ভালো করবেন। ভাগ্যোন্নয়ণে কোনো ধরনের সুযোগ পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত দিক মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে পদস্থ কারও আনুকূল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন। অবিবাহিত কারও কারও ক্ষেত্রে বিয়ে হতে পারে। অংশীদারি চুক্তির ক্ষেত্রে সময়টি খুব একটা অনুকূল নাও হতে পারে। গোপন কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে। কাজে লেগে থাকার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে অগ্রগতি হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। অবিবাহিতদের কারও কারও ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। কোনো খবরে শোক্রগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। বিক্রয়বাণিজ্যে লাভের যোগ রয়েছে।

জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় fazleazim09@gmail.com