প্রচ্ছদ > জাতীয় >

রাজধানীর বারিধারায় ডিএসকে এর উদ্যোগে গৃহ কর্মী নির্যাতন প্রতিরোধে করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

| 22 August, 2023
img

মোঃ জাফরান আকন্দ : রাজধানীর বারিধারায় ব্লোসোম হোটেলে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে গৃহ কর্মীদের নির্যাতন ও তাদের অধিকার আদায়ে করণীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন গৃহশ্রমিকদের অধিকার, সুযোগ–সুবিধা সৃষ্টির পাশাপাশি তাঁদের পেশাকে কাজের স্বীকৃতি প্রদানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁদের শ্রম আইনে অন্তর্ভুক্ত, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা পরিপূর্ণ বাস্তবায়ন প্রয়োজন। গৃহশ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধে আইনের কঠোর বাস্তবায়ন, নীতিমালা অনুযায়ী সপ্তাহে এক দিন ছুটি এবং প্রবাসী গৃহশ্রমিকের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ওদের বুয়া বলে কারা, ওরাও মানুষ’। ‘ওরা কাজের বেটি নয়, ওদের জন্য সুস্থ থাকা, সুধীজনরা কয়’।‘ওদের সম্মান করি, গৃহশ্রমিকের সম্মান দিয়ে, সাম্য সমাজ গড়ি’। কবিতার এ চেতনা ধারণ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের উন্নত জীবন ব্যবস্থা তৈরি, মানবাধিকার সুরক্ষা ও মর্যদা

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে গৃহকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় এই জনগোষ্ঠি শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। এর পাশাপাশি প্রতিনিয়তই গ্রহকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।

বক্তারা আরও বলেন, গৃহকর্মীদের মানবাধিকার নিশ্চিতকরণে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৪ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তাই যত দ্রুত সম্ভব এ আইন প্রণয়ন ও বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি আমরা। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান (ডিএসকে), রাজশ্রী গায়েন (এডভোকেসি অফিসার), আইনজীবী আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোঃ জাফরান আকন্দ এবং বাশার বাসার মিয়া, তৃপ্তি রানী প্রমুখ।