আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে ডিকাব টক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ইঙ্গিত পেয়েছি যে, কেউ কেউ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এটা মনে রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তবে মন্ত্রী এ
সংক্রান্ত জিজ্ঞাসা অর্থাৎ কারা নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে? নির্বাচন বানচালের অপচেষ্টার এই তত্ত্বের ভিত্তি কি? এই ‘যড়যন্ত্র’ দেশের ভেতরে না বাইরে থেকে হচ্ছে? এমন একাধিক সম্পূরক প্রশ্নের জবাব না দিয়ে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব মিডিয়ার ওপর ছেড়ে দেন। বলেন, আপনারাই ভালো জানবেন, কারণ আপনারা সাংবাদিক। এ সময় তিনি শান্তি ও স্থিতিশীলতাকে টেকসই করতে মিডিয়ার ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব’র সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণতন্ত্র, গুম মানবাধিকার সব ভাঁওতাবাজি
| 09 July, 2023