প্রচ্ছদ > জাতীয় >

ভয় দেখিয়ে প্রবাসীর মেয়েকে ধর্ষণ

| 09 July, 2023
img

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে হাবিজ ওরফে হাবি মিয়া (৫৭) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিজ ওরফে হাবি মিয়া ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত করম আলীর ছেলে। 

পুলিশ ও মেয়ের পরিবার জানায়, ভুক্তভোগী শিশুর মা জীবিকার তাগিদে প্রবাসে রয়েছেন। বাড়িতে বাবা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে ওই শিশু। গত ২৭ জুন বিকালে তাদের বাড়ির পাশের একটি টেকে ওই কিশোরীকে একা পেয়ে হাবি মিয়া তার বাবাকে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। একইভাবে পরের দিন ২৮ জুন সন্ধ্যা রাতে পুনরায় শিশুকে ধর্ষণ করে হাবি।