ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতে দুই বছর আগে পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। প্যারিসে সময়টা ভালো না কাটলেও গত ডিসেম্বরে অধরা বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচান আর্জেন্টাইন মহানায়ক।
অনেকেই ভেবেছিলেন, নিজেকে সর্বকালের সেরার কাতারে নিয়ে যাওয়ার পর ক্যারিয়ারের গোধূলিলগ্ন উপভোগ করতে মেসি হয়তো বার্সেলোনায় ফিরে যাবেন। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা কার্যত শেষ। আগামী মাসে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ইউরোপের দরজা বন্ধ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোানল্ডোর মতো মেসিও তাঁবু গাঁড়বেন সৌদি আরবে!
যদিও পরে মেসির বাবা জর্জ মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আগামী মৌসুমের জন্য কোনো ক্লাবের সঙ্গে আমার ছেলের চুক্তি হয়নি। পিএসজির সঙ্গে মৌসুম শেষ করার আগে তেমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মৌসুম শেষে এ ব্যাপারে আমরা সিন্ধান্ত নেব।’ মেসির বাবা ছেলের এজেন্ট হিসাবেও কাজ করেন।