বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। গত ঈদুল ফিতরে তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমার সাফল্য, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* এবারের ঈদে আপনার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেল। কেমন সাড়া পেলেন?
** ভালোই সাড়া পাচ্ছি। এখনো প্রেক্ষাগৃহে দর্শক যাচ্ছে, খুব ভালো লাগছে এসব দেখে। পাশাপাশি দর্শকরা নিজের ভালোলাগা, মন্দলাগাও প্রকাশ করছেন। সব মিলিয়ে অনেক আনন্দ লাগছে।
* প্রত্যেকটি সিনেমায় প্রায় কাছাকাছি সময়ে আলাদা আলাদা চরিত্র ধারণ করেছেন। সমস্যা হয়নি?
** একজন অভিনেতা বা শিল্পীর কাজ হচ্ছে অভিনয় করা। একজন নির্মাতা আমাকে যে চরিত্র দেবেন বা যা করতে বলবেন আমি সেটাই করার চেষ্টা