প্রচ্ছদ > জাতীয় >

সিলেটে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে শিক্ষককে ব্ল্যাকমেইলের অভিযোগ

| 29 March, 2023
img

সিলেটে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ‘ব্ল্যাকমেইল’ করার অভিযোগ পাওয়া গেছে। 

এ অভিযোগ এনে কতোয়ালি থানায় মঙ্গলবার সাধারণ ডায়েরি (ডিজি) করেছেন সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাশ।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি নাম্বার থেকে আমার মোবাইলে কল দিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলা হয়- আপনার সন্তান আমার হেফাজতে আছে। এরপর ফোনে একটি বাচ্চার কান্না শোনানো হয়। সঙ্গে সঙ্গে আমি স্ত্রীর কাছে ফোন করে সন্তানদের বাসায় থাকার বিষয়টি নিশ্চিত হই।  পরে আমার এক সাংবাদিক বন্ধুকে ওই ফোন নাম্বার দেই। তিনি ওই ফোনে কল দিলে অপরপাশের ব্যক্তিটি নিজেকে চট্টগ্রামের ব্যবসায়ী পরিচয় দিয়ে ফোন কেটে দেন।’

এ ঘটনার পর থেকে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জিডিতে উল্লেখ করেন রাজন দাশ।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান বুধবার যুগান্তরকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিটির তদন্তের দায়িত্বে থাকা এসআই জামিল আহমদ বুধবার যুগান্তরকে বলেন, তিনি অভিযোগটি তদন্ত করে দেখছেন।