প্রচ্ছদ > জাতীয় >

বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য জব্দ, আটক ১০

| 29 March, 2023
img

ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও ডিসি মিডিয়া মো. ইব্রাহিম হোসেন খান মহানগরের টিঅ্যান্ডটি-ওয়ারলেস গেট সংলগ্ন বিআরটি মাঠে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

Advertisement

 

এর আগে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিক, ম্যানেজার, ডিপো মালিক, ল্যাব টেকনিশিয়ান, ডিলার, সরবরাহকারী ও কর্মচারীসহ ১০ জনকে আটক করে পুলিশ। 

আটকরা হলেন- ফ্যাক্টরি মালিক মো. রফিকুল ইসলাম (৪০), মো. মোস্তাফিজুর রহমান কুদ্দুস (৪৭), ডিপো মালিক মো. ইসমাইল হোসেন (৩১), ম্যানেজার মো. খাইরুল ইসলাম বুলবুল (৪০), ল্যাব টেকনিশিয়ান মো. হাফিজুর রহমান (৩২), কর্মচারী মো. খবির উদ্দিন (৪৫), মো. জীবন রহমান (৪০), মো. মোশারফ হোসেন (২৫), মো. রবিউল (৪৮) ও মো. মাসুদ রানা (২৫)।

ইব্রাহিম হোসেন জানান, ১০-১২ দিন আগে মিথিলা নামে এক শিশু শিক্ষার্থী ‘গ্রিনস্টার ড্রিংকি লিচি’ ফ্লেভার জুস খাওয়ার পর পেটের ব্যথায় আক্রান্ত হয় ও বমি করে। পরে বিষয়টি তার বাবা ফিরোজ আলম গাছা থানা পুলিশকে বিষয়টি জানান। 

গাজীপুর মহানগর গোয়েন্দা শাখা ও গাছা থানা পুলিশ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গাছার কামারজুরি এবং ঢাকার বসিলা, আমুলিয়া, বেরাই ও শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। 

এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য এবং পানীয় জব্দ করা হয়। জব্দ খাদ্য ও পানীর মধ্যে হলো- ৭ হাজার ৪৮২ লিটার ম্যাংগো জুস, ৪ হাজার ৮৬৯ লিটার অরেঞ্জ ও লিচি ড্রিংক, ৩৯৫ বয়াম ক্যান্ডি চকলেট, ২ হাজার ৫০০ পিস আচার ক্যান্ডি, বিপুল পরিমাণ লেভেল, খালি বয়াম ও জুস কন্টেইনার, কেমিক্যাল ও প্রিজারভেটিভ, কৃত্তিম রঙ, ফ্লেভার, খালি পলিপ্যাক এবং মেশিনারিজ।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।