ঢাকার বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২৩ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। মোস্তাফিজুর রহমানকে বদলির আদেশ ৩১ মার্চ থেকে কার্যকর হবে বলে উল্লেখ ছিল। মোস্তাফিজুর রহমান জননিরাপত্তা বিভাগে যোগ দিলে তার স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।
অপরদিকে পৃথক এক আদেশে ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রংপুরের বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামকে ঢাকায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।