জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর তা বাতিলের ক্ষমতা ইসির হাতে দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। ওই প্রস্তাব পাশ হলে নির্বাচন সুষ্ঠু করা সহজ হবে বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আমরা যে সংশোধনী দিয়েছি, সেটা পাশ হলে সুষ্ঠু নির্বাচন করা অনেক সহজ হবে। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে ইসির চিঠি প্রসঙ্গে মো. আলমগীর বলেন, তারা (বিএনপি) এ পর্যন্ত আমাদের (ইসির) সঙ্গে কোনো কথা বলেনি। কমিশন গঠনের পর প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের কাজ। প্রত্যেকটা দল নিজের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করবে। আমরা আমাদের সুবিধা-অসুবিধার কথা বলব। এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হবে। তিনি বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা আসেন নাই। আরেকবার চিঠি দেওয়া হয়েছে আসেন নাই। আবার চিঠি দিলাম। যদি আসেন, আলোচনা হবে। আর তাদের রাজনৈতিক বক্তব্যের বিষয়ে কমিশনের মন্তব্য নাই, সেটি চিঠিতেও বলা আছে।’