শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটিয়ে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে- যেখানেই গণতন্ত্র সেখানেই বিএনপির অবদান। আর যেখানে আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্রকে হত্যা। তাই সরকারের হটানোর আন্দোলনে ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সব আন্দোলন করেছি। আগামী দিনেও সরকার বিদায় হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করব।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর দেশব্যাপী যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোর দাবি এবং সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির সমাবেশ থেকে ১০ দফা দাবিতে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ আগামী ২৫ জানুয়ারি সারা দেশে সব মহানগর ও জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন। আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপি।
সংবিধানে চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। এই দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে ১০ দফা দাবিসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ হয়। পরে একটি মিছিল কাকরাইলের নাইটেঙ্গল মোড় ঘুরে ফকিরেরপুল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
এ কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের আগে থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন। এর সঙ্গে মহানগরকেন্দ্রিক দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনেরও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও মিছিল নিয়ে উপস্থিত হন। তারা মূল সড়কের একপাশে অবস্থান নিয়ে স্লোগানে-স্লোগানে পুরো নয়পাল্টন এলাকা প্রকম্পিত করে তুলেন।
দুপুর সোয়া ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর সময় নেতাকর্মীদের উপস্থিতি একদিকে নাইটিঙ্গেল মোড় অন্যদিকে ফকিরেরপুল ছাড়িয়ে যায়। এ সময়ও বিভিন্ন স্থান থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায়। সোয়া ৪টায় সমাবেশ শেষে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। তবে অফিস খোলার দিন হওয়ায় মিছিলটি সংক্ষিপ্ত করে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরেরপুল হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলের অগ্রভাগ যখন ফকিরেরপুল ঘুরে নয়াপল্টনের সামনে আসে তখনও মিছিলের শেষ ভাগ দলীয় কার্যালয়ের সামনেই দাঁড়িয়েছিল।