প্রচ্ছদ > জাতীয় >

মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি

| 16 January, 2023
img

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও কোনো লাভ হয়নি। বরং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন।

সোমবার রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউতে (১০০ ফুট সড়ক) দলীয় শান্তি সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন,  ডোনাল্ড লু এসে বলেছেন, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নালিশ কার কাছে দেবেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন? আশপাশের সবাই শেখ হাসিনার উন্নয়নের অংশীদার।