সাম্প্রতিককালে যে সকল বিশিষ্ট বরেণ্য দেশ প্রেমিক রাজনৈতিক ব্যক্তি জনগণের কল্যাণ ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বাক্ষর স্থাপন করে আপন মহিমায় ভাশ্বর দিপ্তিতে অম্লান তার মধ্যে বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী অন্যতম। একজন উচ্চ শিক্ষিত আদর্শবান সফল ব্যবসায়ী অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য্য কোনো কিছুর অভাব নেই তাঁর। নিজের বুদ্ধি মেধা আর অফুরন্ত ধয্যর্ শক্তির সাহায্যে ব্যবসা পরিচালনা করে সফলতার উচ্চ মাকামের স্বর্ণ শিখরে উপনিত হয়েছেন। অতঃপর জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আধুনিক উন্নয়নশীন ডিজিটাল বাংলাদেশের কারিগর দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর ৫ (পাঁচ) আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী বলেন, আমি প্রায় ৪৫ বৎসর যাবৎ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তাঁর আদর্শ বুকে ধারন করে করে আসছি বাকী জীবনটাও এই দলের কর্মী হিসাবে জনগণের সেবা করতে চাই। বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী বলেন, আমি গণজাগরণ মঞ্চের সক্রিয় সদস্য ছিলাম এবং তাদের সার্বিক সহযোগীতা করেছি। রাজাকার যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্য্যকর না হওয়া পর্যন্ত আমি দিন রাত রাস্তায় কাটিয়েছি। তিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ড। সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং সদস্য কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। জি.এস সূর্যসেন হল ছাত্র সংসদ। ডেপুটি কমান্ডার ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ইউনিট কমান্ড। তিনি মাত্র ১৩ বৎসর বয়সে ভারতে প্রশিক্ষ নিয়ে গেরিলা যুদ্ধে অংশ গ্রহন করে। ঐতিহাসিক মতে ফুল যেমন তার সুরভী নিজের মধ্যে আবদ্ধ করে রাখেনা, তার সুরভী ও সুঘ্রান দিয়ে সকলকে মুগ্ধ করে করে ধন্য হয়। শুরু হয় মানব সেবার নতুন দিগন্ত, অবকাঠামো উন্নয়ন রাস্ত—ঘাট সংস্কার মসজিদ মাদ্রাসা মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও নির্মাণের উন্নয়ন। স্থানীয় বাসিন্দারা বলে, তিনি আমাদের গ্রামে একই মাঠে ১০টি প্রতিষ্ঠান করে দিয়েছেন। এর মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ঢালী হাই স্কুল এন্ড কলেজ, সিনিয়র মাদ্রাসা, এতিম খানা, হিফজ খানা, প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ ও বঙ্গবন্ধু লাইব্রেরী মসজিদ ও বাজার। তিনি পাশ্ববতীর্ যে সকল এলাকায় যে সকল প্রতিষ্ঠান করেছেন তার মধ্যে উল্লেখ যোগ্য হলো শহীদ হাইস্কুল নোয়াপাড়া, শিংলাব দাখিল মাদ্রাসা, আজমতপুর কলেজ, বড়গাঁও পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয় ও একটি হাসপাতাল নির্মাণ করেন। বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেনতার লক্ষ্যে জনসাধারনকে উদ্ভোদ্ধকরন ও করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ মাক্স বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। জনসচেতনতা কার্যক্রম চলাকালে কর্মহীন অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী সহ শত শত বস্তা চাল পৌছে দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তিনি নির্বাচনী এলাকায় মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে দান ও গরীব অসহায়দের চিকিৎসায় বিপুল পরিমান আর্থিক সাহায্যর্ সহযোগীতা করেন। তিনি এলাকার স্কুল ,কলেজ ,মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ,বহু রাস্তাঘাট ,ব্রীজ ,কালভার্ট তৈরী বিদ্যুতের ব্যবস্থা সহ অনুন্নত জনপদে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিয়েছেন বলে এলাকায় জনশ্রম্নতি রয়েছে। তিনি এলাকার শত শত বেকার ছেলে মেয়েদের চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর সকল প্রতিষ্ঠানই জনস্বার্থ ও সেবা ও কল্যাণ মূলক। তিনি একবিংশ শতাব্দির ভয়াবহ মাদক সংকট নিরশনে আপোশহীন ভূমিকা পালন করে তিনি এক নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় এলাকাবাসী বলেন, বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী একজন সৎ, আদর্শ ও নিষ্ঠাবান, উচ্চ শিক্ষিত, মার্জিত, ন¤্র ভদ্র, দানশীল পরোপকারী আমরা তাকেই এমপি হিসেবে চাই। তাই গাজীপুর ৫ (পাঁচ) আসনের স্থানীয়দের তৃণমূল কর্মী জনতার প্রাণের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী কে এমপি হিসেবে দেখতে চায়।
নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা পালোয়ান রুহুল আমিন ঢালী
জাফরান আকন্দ : | 15 January, 2023