প্রতিনিধি: সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সে তার পরিবারের সাথে ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে নিহত শিশুর মা রান্না করার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে ঘরে আগুন ধরে যায়। পরে মা দৌড়ে সরে যায়। কিন্তু কক্ষের ভেতর খেলা করতে থাকা শিশু সাদিয়া অগ্নিদগ্ধ হয়। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করলেও সাদিয়াকে উদ্ধার করতে পারেনি। আগুনের তীব্রতা বেশি থাকায় কেউ ঘরে ঢুকতে না পারায় ভেতরেই তার মৃত্যু হয়।
ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন দৈনিক স্বাধীন বাংলা`কে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। যেহেতু সিলিন্ডার বিস্ফোরণ হয়নি তাই প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ছড়িয়ে পড়ে। পরে চুলায় আগুন ধরাতে গেলে পুরো রুমে আগুন ধরে যায়। মা রুম থেকে বের হতে পারলেও ভিতরে থাকা শিশু সাদিয়ার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
মায়ের সামনে পুড়ে সাত বছরের শিশুর মৃত্যু
| 13 January, 2023