প্রচ্ছদ > জাতীয় >

কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান

| 13 January, 2023
img

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। তবে একদিন আগেই মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা মাঠ। মুসল্লিরা মাঠের ভেতরে ঢুকে নিজ নিজ জেলার ‘খিত্তা’য় অবস্থান নিতে শুরু করেছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা যোবায়েরের অনুসারীরা। ২০ জানুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ কান্ধালবীর অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্ব। উভয় পর্বে তাবলিগ মারকাজের শীর্ষ উলামায়েকেরামসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

ইজতেমা ময়দান এলাকা ঘুরে দেখা গেছে, বাস, ট্রাক, ট্রেন পায়ে হেঁটে মুসল্লিরা টঙ্গীতে আসছেন। করোনার কারণে গত দুবছর ইজতেমা অনুষ্ঠিত না হওয়ায় এবার তাবলিগের এ মহাসম্মেলনে যোগ দিতে আগেভাগেই মুসল্লিরা মাঠে এসে উপস্থিত হচ্ছেন। শীত উপেক্ষা করে বুধবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে নির্ধারিত খিত্তায় এসে অবস্থান নিচ্ছেন। বুধবার সন্ধ্যার আগেই প্রায় পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। ঢাকার কেন্দ্র থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে তুরাগ নদীর তীরে প্রায় ১ বর্গ কিলোমিটার এলাকাব্যাপী এ বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে।

এদিকে, ইজতেমায় যোগ দিতে দলে দলে মুসল্লিরা গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। গত রাত থেকেই এই মহাসড়কে যানজট দেখা দেয়; ভোর থেকে তা প্রকট আকার ধারণ করে।

সকালে সরেজমিনে দেখা গেছে, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। সড়কের অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীগামী লেনেও দেখা গেছে ধীরগতি। অনেক মানুষ গাড়ির অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলা গাড়ির সামনে দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের বাসে উঠতে। এছাড়া বিদেশ যাত্রীদের ফ্লাইট ধরতে পায়ে হেঁটে যাচ্ছে বিমানবন্দরের দিকে এগুতে দেখা যায়।