প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর জাপান সফর করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ওই সফরে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে দুই দেশের মধ্যে একটি সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট) সই হওয়ার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র সচিব।
তবে সফর বাতিলের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।