প্রচ্ছদ > জাতীয় >

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উঠান বৈঠক ও মতবিনিময় সভা।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ | 25 July, 2018
img

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২০১৮ নির্বাচনে নৌকার জয়যাত্রা অব্যাহত রাখতে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে৷

২৪ শে জুলাই ( মঙ্গলবার ) রাত্রী ৯ টায় হরিপুর উপজেলার ভাঙ্গীপাড়া (ভাঙ্গামনি) আর্দশ ক্লাব চত্বরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, অধ্যক্ষ, এ কে এম শামীম দেরদৌস টগর

অধ্যক্ষ, এ কে এম শামীম ফেরদৌস টগর বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানেই দেশের উন্নয়ন, দেশ আজ খাদ্য স্বয়ংসম্পুর্ন হয়েছে, দেশে পরমাণু বিদ্যূৎকেন্দ্র স্হাপিত হয়েছে, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমার জয় পেয়েছ বাংলাদেশ, আর এসব হয়েছে আপনাদের জন্য কারন আপনারা আপনাদের মুল্যবান ভোট দিয়েছিলেন নৌকায় ।

মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা ও নানা সাফল্যের কথা তুলে ধরেন তিনি ।

তিনি আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগন কিছু না কিছু একটা পায় । বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে নৌকার জন্য ।

অধ্যক্ষ,এ কে এম শামীম দেরদৌস টগর বলেন, একটা কথা সবসময় মনে রাখবেন আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে ।

ঠাকুরগাঁও-২ আসনে হরিপুর উপজেলায় ৪৭ বছর ধরে মনোনয়ন প্রাপ্ত কোন প্রাথী না থাকায় নতুন মুখ দেখতে চায় হরিপুর ও বালিয়াডাঙ্গী বাসী ।

তাই এলাকা বাসীর কথা ভেবেই ঠাকুরগাঁও-২ আসনে আমি মনোনয়ন প্রাথী আমার জন্য সকলে দোয়া করবেন ।