প্রচ্ছদ > বিনোদন >

‘দাবাংয়ের কারণে আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল’

অনলাইন ডেস্কঃ | 24 July, 2018
img

বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক তার। সৌন্দর্য ও অভিনয় গুণে কেড়েছিলেন ভক্ত-দর্শকের নজর। এমন শুরু যার, তার তো ক্যারিয়ারে পিছিয়ে পড়ার কথা নয়। কিন্তু মাহি গিলের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। আর এজন্য সালমান খানের ‘দাবাং’ ছবিতে অভিনয় করাকেই দাযী করছেন এই সুন্দরী অভিনেত্রী।

‘দেব ডি’ ছবির পর ‘গুলাল’ ছবিতে অভিনয় করেন মাহি। এরপর অভিনব ক্যাশপের ‘দাবাং’-এ সালমান–সোনাক্ষি সিনহার সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয় করেন।

মাহি জানান, ‘দেব ডি’ করার পর তিনি বহু পুরস্কার পান। একের পর এক নতুন ছবির প্রস্তাব আসতে থাকে। বড় বড় প্রযোজক, পরিচালকরা তার সঙ্গে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু ‘দাবাং’ ছবির পর পরিস্থিতি পাল্টে যায়। এর আগে যারা তাকে ছবির অন্যতম চরিত্রে চাইতেন, তারাই তাকে পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে থাকেন।

এই অভিনেত্রী আরও জানান, তার ভীষণ খারাপ লাগতে শুরু করে। বুঝতে পারছিলেন না তার সঙ্গে ঠিক কী ঘটছে, আর কেনই বা এমন ঘটছে। এরপর মাহি বলেন, আমি ভাগ্যে বিশ্বাস করি। মনে করি, এমনটাই হওয়ার ছিল। ‘দাবাং’য়ে কাজ করার জন্য তখন আফসোস হয়েছিল। কিন্তু এখন আর কিছু মনে হয় না।

‘দাবাং’ ছবিতে আরবাজ খানের প্রেমিকার চরিত্রে ছিলেন মাহি। ছবির সিকোয়েল ‘দাবাং-২’–তে কাজ করতে মোটেও আগ্রহী ছিলেন না তিনি। কিন্তু পরিচালক এসে বলেন, ছবিতে তার চরিত্রটা থাকা জরুরি। তখন আর না করতে পারেননি মাহি।

২৭ জুলাই মুক্তি পাচ্ছে মাহির পরবর্তী ছবি ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার-৩।’ এই ছবি আবার তাকে ক্যারিয়ারের নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করেন এই অভীনেত্রী।