"দৈনিক হাটুরিয়া" নামের এক ফেইক আইডি থেকে প্রকাশ করা হচ্ছে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাটুরিয়া এলাকার দৈনিক ঘটে যাওয়া সকল অপকর্মের। প্রতিদিনই ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ড এর সুদখোর, জুয়াখোর, ধর্ষনকারি সহ সকলের নাম। সকলের নাম প্রকাশের সাথে সাথে অপরাধকারির বাবা কিংবা কোন এক নিকট আত্নীয়র নামও উল্লেখ করে দেয় (যার ফলে তাকে চিনতে সুবিধা হয়)। তার এই কর্মকান্ডে অনেকেই তাকে বাহবা দিচ্ছে কমেন্টে আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করছে তার প্রতি। অনেকেই বলছেন এসব ঠিক না, এতে এলাকার ভাবমুর্তি নষ্ট হয় এর উত্তরে অনেকেই বলছেন যে কাজে এলাকার ভাবমূর্তি নষ্ট হয় সে কাজ করবে কেন। এইসব অন্যয় মুলক কাজ না করলেইতো হয়। এতোকিছু ঘটে যাচ্ছে প্রতিদিন কিন্তু এখনও খোজ মিলেনি আইডির মালিক কে। সন্দেহ মুলক কাউকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তাও স্টাটাসএর মাধ্যমে জানিয়ে দেয় দৈনিক হাটুরিয়া। এলাকার লোকজন একের পর এক জনকে জিজ্ঞাসা কারার কারনে এক স্টাটাসে দৈনিক হাটুরিয়া বলেন এটা কারো একক আইডি নয়। এটা তাদের একটা ব্রান্ড। তাদের ব্রান্ডে সদস্য সংখ্যা ২০০। তাই কাউকে সন্দেহমুলক জিজ্ঞাসাবাদ করার জন্যও নিষেধ করা হয়।
বিভিন্ন অপকর্মের প্রকাশ পাচ্ছে ফেইক আইডির মাধ্যমে
মো.আবু দাউদ | 23 July, 2018-1532351089.jpg)