প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

অনলাইন ডেস্কঃ | 16 July, 2018
img

ক্যারিবীয় সফরটা এখন পর্যন্ত শুধু হতাশাই উপহার দিচ্ছে। সফরে চারবার ব্যাটিং করেও দুই শ ছোঁয়া কীর্তি দেখা যায়নি। বরং প্রথমবারের মতো পঞ্চাশের নিচে গুটিয়ে যাওয়ার মতো স্মরণীয় এক ঘটনা ঘটতে দেখা গেছে। এমন ব্যাটিং পারফরম্যান্স দাগ ফেলে যেতে বাধ্য। টেস্ট র‍্যাঙ্কিংয়ে নয়ে নেমে এসেছে বাংলাদেশ।

আড়াই মাস আগে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিং বার্ষিক হালনাগাদের পর ইতিহাসে নিজেদের সেরা র‌্যাঙ্কিং পায় বাংলাদেশ। প্রথমবারের মতো উঠে আসে ৮-এ। যাদের ঠেলে ওই উন্নতি ছিল, সেই ওয়েস্ট ইন্ডিজ জায়গাটা কেড়ে নিলো যোগ্যতা দিয়েই।

বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেই র‌্যাঙ্কিংয়ের ৮-এ ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আবারও নেমে গেল ৯ নম্বরে। সিরিজের দুটি টেস্টেই তৃতীয় দিনে এসে হেরেছে সাকিবের দল।

৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, আর ওয়েস্ট ইন্ডিজ শুরু করে ৭২ নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র আর বাংলাদেশকে হারানোর পর ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে দাঁড়িয়েছে ৬৭তে।