প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে নামিদামি কোম্পানিগুলো উন্নত প্রযুক্তির স্মার্টফোন তৈরি করছে।
এরই ধারাবাহিকতায় এবার একটা শক্তিশালী নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে কাজ করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটি ভাঁজ করা যাবে।
সম্প্রতি প্রযুক্তি-বিষয়ক সাইট ভার্জ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অগাস্টে নতুন এই ফোনের ঘোষণা আসতে পারে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ তাদের ফোন যেভাবে ব্যবহার করে আর যেভাবে এর সঙ্গে যোগাযোগ করে তা বদলে দেবে এই ফোন।
বর্তমানে বাজারে মটো জেড৩ এবং মটোরোলা ওয়ান পাওয়ার শিগগিরই আসবে বলে গুঞ্জন রয়েছে। ২০১৭ সালে জুলাইয়ে একই রকম এক অনুষ্ঠানে জেড২ ফোর্স-এর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
জানা গেছে, গত মে মাসে ভাঁজ করা যাবে এমন এক ডিভাইসের জন্য পেটেন্ট করিয়ে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
এই পেটেন্ট অনুযায়ী ডিভাইসটিতে একটি আয়তাকার স্ক্রিন থাকবে যা ভাঁজ করে ফোনের মতো বা ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।