চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। অধীনস্তদের দিয়ে কাজ আদায় করতে সক্ষম হবেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সময় অনুকূল থাকবে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন। বিলাসজাতদ্রব্য কেনাকাটা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) নতুন কোনো কাজে লেগে পড়তে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। আর্থিক দিক থেকে সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কথাবার্তায় সচেতনতার প্রয়োজন হতে পারে। দুঃসময়ে রূঢ় ব্যবহার অনেক সুসম্পর্ককে নষ্ট করে দেয়। কোথাও ভ্রমণ হতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) ব্যয় বাড়তে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। পুরানো কোনো ব্যধিতে সাময়িক ভুগতে হতে পারে। মৌসুমী রোগ থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। পাওনা টাকা আদায় হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে বড় ভাই বোনের সহযোগিতা পেতে পারেন। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আর্থিক সংকট এড়াতে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) পেশাগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। চাকুরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের সময় অনুকূল থাকবে। আয় উপার্জনের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বড় ভাই বোনের বিষয়ে চিন্তিত হতে পারেন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। অভিজ্ঞ কারও দিননির্দেশনা লাভ করতে পারেন। ভাগ্যোন্নয়নের চেষ্টা ফলপ্রসু হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থ যাত্রা হতে পারে। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) সামাজিক কোনো সংকট মোকাবেলা করতে হতে পারে। রিপু সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন। আইনসংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ততা দেখা যেতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাসসংক্রান্ত বিষয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। আর্থিক লেনদেনে সচেতন থাকুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। আইনসংক্রান্ত বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ঝামেলা এড়াতে বিতর্ক এড়িয়ে চলুন। ভ্রমণ হতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। প্রকৃতির নিগুঢ় কোনো তথ্য উপলব্ধি করতে সক্ষম হবেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। আহার বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন চুক্তির ক্ষেত্রে সবকিছু জেনে বুঝে নিন। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) আনন্দবিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রেম রোমান্স শুভ। নব দম্পতির সন্তানলাভের যোগ রয়েছে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে কোনো সমস্যা মোকাবেলা করতে হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। বিলাসজাতদ্রব্য কেনাকাটা হতে পারে। স্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। সন্তানবিষয়ে চিন্তিত হতে পারেন। স্বাস্থ্যসংক্রান্ত-বিষয়ে সচেতনতার প্রয়োজন হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ বাড়বে। পেশাগত যোগাযোগ ফলপ্রসু হবে। স্থাবর সম্পত্তি বিষয়ক কাজে সাময়িক সমস্যায় পড়তে হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে।